/anm-bengali/media/media_files/7TufWHBSawd1pq6ZiSny.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার কাক ভোরে দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ মাঠ থেকে বিজেপি কর্মীদের সঙ্গে পায়ে হেঁটে নির্বাচনের প্রচার শেষে বিজেপি কর্মীদের সঙ্গে আলোচনা সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় নিয়ে বেফাঁস মন্তব্য করেন দলের প্রার্থী দিলীপ ঘোষ। বলেন, 'দিদি গোয়ায় গিয়ে বলেন গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে, আগে তো ঠিক করুন, যার তার মেয়ে হওয়া ঠিক নয়'। এই নিয়ে শুরু রাজনৈতিক তরজা। তাঁরই দল এর বিরোধিতা করেছে।
/anm-bengali/media/media_files/L3RFcAaYKFEO3p8gFHqe.jpg)
দিলীপ ঘোষের মন্তব্যের ব্যাখ্যা চেয়ে ইতিমধ্যে শোকজ নোটিস পাঠিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবার উত্তর দিলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সাংবাদিকদের সামনে তিনি দাবি করেছেন যে চিঠির জবাব চিঠি দিয়েই দেবেন।
/anm-bengali/media/media_files/aQqZVrBchcqlrvsfk867.jpg)
On BJP President JP Nadda seeking clarification from him on his remarks on West Bengal CM Mamata Banerjee, Dilip Ghosh says, "I will reply to the notice by a letter..." pic.twitter.com/YMtsbLItbN
— ANI (@ANI) March 27, 2024
/anm-bengali/media/post_attachments/bc07410298bf16f14a188f432c1cee051985bbae7cfe4c933396e38e6b21d0e8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us