/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: রাজ্যে ওবিসি সংরক্ষণ বিতর্কে ফের বড় ধাক্কা খেল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আজ, বৃহস্পতিবার (৭ অগাস্ট) রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ হওয়ার কথা থাকলেও, কলকাতা হাইকোর্ট সেই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে স্থগিতাদেশ দিয়েছে।
কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ এদিন স্পষ্ট জানিয়ে দেন, বর্তমান ওবিসি 'এ' ও 'বি' ক্যাটাগরি মেনে ফল প্রকাশ করা যাবে না। কারণ হিসেবে তিনি জানান, আগে যে সংরক্ষণের নিয়ম ছিল, তার বাইরে গিয়ে নতুন ক্যাটাগরি তৈরি করা আইনসম্মত নয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/01/27/ZRstuGLf4G8yxKuY2bx5.jpg)
এছাড়া, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগেই নির্দেশ দিয়েছিল যে মোট সংরক্ষণ ৬৬ শতাংশের বেশি হতে পারে না। অথচ বর্তমানে রাজ্য ১৪০টি জাতিকে ওবিসি তালিকাভুক্ত করেছে, যার মধ্যে ৭৬টি জাতি নতুন করে যুক্ত হয়েছে।
চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল, এবং বোর্ডের তরফে সম্ভাব্য ফলপ্রকাশের দিন হিসেবে ৭ অগাস্ট নির্ধারিত হয়েছিল। কিন্তু হাইকোর্টের আপত্তির কারণে শেষ মুহূর্তে ফলপ্রকাশে অনিশ্চয়তা তৈরি হয়, যা কার্যত থেকে গেল আজও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us