/anm-bengali/media/media_files/3FOBeaO2iQkGALtWtSXK.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ওবিসি শ্রেণিকরণ সংক্রান্ত মামলায় বড় ধাক্কা খেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ—বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখর মান্থা রাজ্যের জারি করা নতুন ওবিসি বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন। এই বিজ্ঞপ্তিতে ১৪০টি জনজাতিকে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে আদালত জানিয়েছে, যাঁরা ২০১০ সালের আগে ১৯৯৩ সালের আইন অনুযায়ী ওবিসি সার্টিফিকেট পেয়েছেন, তাঁদের চাকরি বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে কোনও বাধা থাকবে না।
বিচারপতি মান্থা ও চক্রবর্তীর পর্যবেক্ষণে উঠে আসে যে, রাজ্য সরকার একাধিক বিজ্ঞপ্তি জারি করে আদালতের পূর্বের নির্দেশকে লঙ্ঘন করেছে। ২০১২ সালের ওবিসি আইন অনুযায়ী কাজ শুরু করলেও পরবর্তীতে আবার ১৯৯৩ সালের পুরনো আইনে ফিরে গিয়েছে, যা প্রশ্নের মুখে। সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষার কথা জানালেও, তার আগেই পদক্ষেপ নেওয়া হয়েছে - যা আদালতের নির্দেশের পরিপন্থী।
মামলাকারীদের অভিযোগ, রাজ্য সরকারের কাছে জনসংখ্যার কোনও সুনির্দিষ্ট তথ্য বা সমীক্ষা নেই। নতুন কোনও গোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করতে গেলে বিধানসভায় বিল পেশ করার প্রয়োজন, যা রাজ্য করেনি। এভাবেই সংবিধান ও আইনি প্রক্রিয়া এড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্যে তালিকা সম্প্রসারণের চেষ্টা চলছে।
এই অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলে রাজ্য সরকারের নতুন ওবিসি তালিকা কার্যকর করা চলতি পর্যায়ে সম্ভব নয়। পরবর্তী শুনানিতে এই বিষয়ে চূড়ান্ত রায় হতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us