অনুব্রত মামলায় এবার প্রশ্নের মুখে পড়ে গেল জাতীয় মহিলা কমিশন

হাজিরার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
CHighcourtalcutta

File Picture

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আইসি-কে হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে শুরু হওয়া মামলায় এবার জাতীয় মহিলা কমিশনের সামনে ভার্চুয়াল হাজিরা দিতে হবে বীরভূমের পুলিশ সুপারকে। আগামী ১৪ জুলাই-এর মধ্যে এই হাজিরার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

ঘটনার সূত্রপাত এক পুলিশ আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ থেকে, যেখানে অনুব্রত মণ্ডলের নাম উঠে আসে। অভিযোগের প্রেক্ষিতে বীরভূমের পুলিশ সুপার জাতীয় মহিলা কমিশনের কাছে অভিযোগ দাখিল করেন। সেই মামলাতেই এবার আদালতের নির্দেশে তাঁকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে বলে জানানো হয়েছে।

আদালত নির্দেশ দিয়েছে, জাতীয় মহিলা কমিশনের যেসব নথি প্রয়োজন, সেগুলি পুলিশ অনলাইনে পাঠাবে। যদি কোনও নথি অনলাইনে পাঠানো সম্ভব না হয়, তবে পুলিশকে তার যথাযথ কারণ ব্যাখ্যা করতে হবে। প্রয়োজনে পুলিশ সুপার কোনও প্রতিনিধিকেও পাঠাতে পারেন কমিশনের সামনে।

nwc nnn

তবে এই মামলায় জাতীয় মহিলা কমিশনের ভূমিকাও আদালতের প্রশ্নের মুখে পড়ে। শুক্রবার হাইকোর্টে শুনানির সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কড়া ভাষায় প্রশ্ন করেন, "তদন্তকারী সংস্থার কাজে কীভাবে হস্তক্ষেপ করছেন? কোনও ধারা যুক্ত হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের কোথা থেকে এল?”

কমিশনের যুক্তি ছিল, তারা নির্দেশ দেয়নি, বরং পরামর্শ দিয়েছে। তবে বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, "পরামর্শের ভিত্তি কী? আপনাদের কাছে কী তথ্যপ্রমাণ আছে? দেশে এত কমিশন আছে, যদি সবাই তদন্তে হস্তক্ষেপ করে, তাহলে তদন্ত এগোবে কীভাবে?"

আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কমিশন কেস ডায়েরি দেখতে পারে না, এবং তদন্তের পথে হস্তক্ষেপ করা কমিশনের অধিকার নয়।