কোটি কোটি টাকার প্রতারণায় নুসরত জাহান? মুখ খুললেন মমতা

দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। এই নিয়ে দ্বিধা না করেই সরাসরি এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
nusratmamata

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নানা ধরণের দুর্নীতির চক্র একের পর এক ফাঁস হচ্ছে। এর মধ্যেই আবার ২৪ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল তৃণমূল সাংসদ এবং টলিউড অভিনেত্রী নুসরত জাহানের বিরুদ্ধে। এই নিয়ে আজ সাংবাদিক বৈঠকে সরাসরি এই অভিযোগ অস্বীকার করলেন নেত্রী। শুধু তাই নয়, সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে রীতিমতো মেজাজ হারিয়ে মাঝ পথেই বৈঠক বন্ধ করে চলে গেলেন তিনি। 

এবার এই নিয়ে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোজাসুজি তিনি বলে দিলেন যে নুসরতের কথা নুসরত বলবে। অর্থাৎ নুসরত জাহানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা নিয়ে সরাসরি কিছু বলতে রাজি নন মুখ্যমন্ত্রী বা দল সেটা স্পষ্ট।