দিল্লিতে টাকা চাইতে গেলে শাড়ি টেনে ধরে! চরম হেনস্থা ফাঁস করলেন TMC নেত্রী

এবার ভোটের প্রচারে এসে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ সামনে আনলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। অফিসে গেলে কী হয় সেটা তুলে ধরলেন তিনি।

New Update
nusratmp

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আর হাতেগোনা দিনের অপেক্ষা। তারপরেই গ্রাম বাংলা দখলের জন্য পঞ্চায়েত ভোটের লড়াই শুরু হবে। চলছে শেষ মুহূর্তের প্রচার। বুধবার পঞ্চায়েত ভোটের প্রচারে বসিরহাটের হিঙ্গলগঞ্জে গেলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। বাঁকড়া হাইস্কুলের মাঠে প্রকাশ্য সভায় যা বললেন সেটার জন্যই উঠে এলেন আলোচনায়।

বলেন,'মাথা আমরা নত করব না সাম্প্রদায়িক শক্তির সামনে। আমি এইটুকু বলতে পারি গত সাড়ে চারবছর চলছে। কোভিড বাদে যতবার টাকা চেয়েছি কেন্দ্রীয় সরকারের কাছে তারা কিন্তু আমাদের কোনও প্ল্যান টাকা অনুমোদন করে না। বাংলার মানুষকে একেবারে ভালোবাসে না। ওদের অফিসে যেতে গেলে ধাক্কাধুক্কি করে যেতে হয়। নিউজ চ্যানেলে দেখবেন। আমাদের দলের নেতা নেত্রীরা সবাই তাদের অফিসে যান ধাক্কাধুক্কি করে, মহিলাদের শাড়ি টানছে, এদিক দিয়ে ধাক্কা মারছে। তারা সমস্ত রকমভাবে তাদের জোর প্রকাশ করে ফেলেছে। আর যখন কিছুই পারে না, তখন বাড়ি বাড়িতে ইডি সিবিআইয়ের ভয় দেখায়। ভয়ের সরকার এখানে চলে না'।