নিজস্ব সংবাদদাতা: যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুর রেশ কাটতে না কাটতেই আবার এক ছাত্রীর মৃত্যু। এসএসকেএম হাসপাতালের হস্টেলের শৌচালয়ে এক নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে এই কাণ্ড সেটা এখনও পুলিশ জানতে পারেনি।
এমনিতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু নিয়ে সারা রাজ্য উত্তাল হয়ে গেছে। তদন্তে উঠে এসেছে একের পর এক নানা তথ্য, নানা তত্ত্ব। তারই মধ্যে কেন ওই ছাত্রীর এমন পরিণতি হল তা নিয়ে নতুন করে জল্পনা ঘনিয়েছে। পুলিশ জানিয়েছে যে মৃত ওই ছাত্রী নার্সিং-এর দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। রায়গঞ্জের ওই ছাত্রী কলকাতায় পড়তে এসেছিলেন নার্সিং। থাকতেন কলকাতার লিটন হস্টেলে। বৃহস্পতিবার সকাল থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছেন অন্যান্য পড়ুয়ারা। এর পরে হস্টেলের শৌচাগার থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।