/anm-bengali/media/media_files/2025/07/02/screenshot-2025-07-02-pm-2025-07-02-22-27-59.png)
নিজস্ব সংবাদদাতা: আগামীকালই নাম ঘোষণা হবে বিজেপি রাজ্যসভাপতির। নতুন রাজ্যসভাপতি হিসাবে শমীক ভট্টাচার্যের নাম নিয়ে চর্চা তুঙ্গে। এবার এই বিষয় নিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্যে জল্পনা নতুন করে তুঙ্গে উঠেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/L5uqLGwY3Ysk7FB39a6e.jpg)
তিনি এই বিষয় নিয়ে বার্তা দিয়ে বলেছেন, "বিজেপিতে, প্রতি ৬ বছর অন্তর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সভাপতি নির্বাচন হয়; এই পদ স্থায়ী নয়। সময়ের সাথে সাথে পরিবর্তন ঘটতে থাকে। আমি মন্ত্রী হয়েছি এবং তার পরেও, আমি এক বছর রাজ্য সভাপতি ছিলাম। এখন, একজন নতুন সভাপতি নির্বাচিত হবেন। তিনি আজ তাঁর মনোনয়ন দাখিল করেছেন, এবং এখন আমরা সকলেই তাঁর নেতৃত্বে লড়ব। আমি আমার দায়িত্ব পালন করেছি, এবং এখন আমরা নতুন রাজ্য সভাপতির নেতৃত্বে আমাদের লড়াই চালিয়ে যাব।" তবে শমীক ভট্টাচার্যের মনোনয়ন প্রসঙ্গে তার এই লাইনটি, 'এখন, একজন নতুন সভাপতি নির্বাচিত হবেন। তিনি আজ তাঁর মনোনয়ন দাখিল করেছেন, এবং এখন আমরা সকলেই তাঁর নেতৃত্বে লড়ব', শোনার পর অনেকেই ধরে নিয়েছেন শমীক ভট্টাচার্যের নাম এখন শুধু অফিসিয়াল ঘোষণার অপেক্ষা।
#WATCH | Kolkata | On BJP leader Samik Bhattacharya filing nomination for the post of West Bengal BJP president, Union Minister and West Bengal BJP President Sukanta Majumdar says, "In BJP, the election of the president takes place every 6 years through a democratic process; this… pic.twitter.com/Qe8DKlHAt0
— ANI (@ANI) July 2, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us