Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/0d0X1A3NLbGhfivfUenW.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাতদখলের পর এবার আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে মহালয়ার ভোরে পথে নামার ডাক দেওয়া হয়েছে। সমাজ মাধ্যমে এরকমই একটি পোস্ট ঘুরছে। তবে এই পোস্টের সত্যতা যাচাই করেনি এএনএম নিউজ। কে বা কারা মহালয়ার ভোর দখলের ডাক দিয়েছে তাও স্পষ্ট নয়। তবে এবারে পুজো পুজো গন্ধ একেবারেই নেই আকাশে বাতাসে। এবারে রাস্তার সিগন্যালে কান পাতলে শোনা যাচ্ছে না ‘বাজলো তোমার আলোর বেণু’। এখন শুধুই শোনা যাচ্ছে ‘উই ওয়ান্ট জাস্টিসের’ নাড়া। তাই মহালয়ার ভোরে এই কলরবই যে আলাদা দেবীপক্ষের সূচনা করবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
/anm-bengali/media/media_files/k1Qr75qiqBD2Lqxv8eZN.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us