File Picture
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। ফলে আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর সঙ্গে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। যদিও হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে বলে পূর্বাভাস।
হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল পেরিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলে উত্তরবঙ্গেও আগামী দু’দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকবে। তবে পরবর্তী সময়ে তাপমাত্রা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/Kj2OqXPWYpYoWecH5gyw.jpg)
উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বিশেষ করে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে রবিবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে দু-একদিন ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us