BIG NEWS: এবার নবজোয়ার যাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা!

অভিষেক থাকবেন না আজকের নবজোয়ার যাত্রায়। হাল ধরতে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সশরীরে থাকতে না পারলেও ভার্চুয়ালি করবেন সভা।

author-image
Anusmita Bhattacharya
New Update
abhishek banerjee maynaguri

নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষের চিঠি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার তলব করলো সিবিআই। শুক্রবারই রাতের মধ্যেই নবজোয়ার যাত্রা থামিয়ে কলকাতা ফিরছেন তৃণমূল সাংসদ। কিন্তু শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকলেও থামবে না সেই যাত্রা। নবজোয়ারের জনসভায় ভার্চুয়ালি অংশ নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের পূর্বনির্ধারিত জনসভায় ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। শুক্রবারের পূর্বনির্ধারিত জনসভায় মানুষ আসতে শুরু করেছে। তারা যাতে আশাহত না হয় তাই তাতে থাকবেন মমতা।