New Update
/anm-bengali/media/media_files/YTQNdAVRskpGVqYMqcPW.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: অন্যান্য বছর এই সময় কুমোরটুলীতে মাথা তোলার সময় থাকে না মৃৎশিল্পীদের। মানুষজনও যায় প্রতিমার বায়না করতে। কিন্তু এবছর অন্যান্য বছর থেকে আলাদা। তাই হাজারও কাজের ভিড়ের মধ্যে মৃৎশিল্পীরা এবার নামলেন পথে। বিষয় একটাই, আরজি করের বিচার চায়। দোষীদের শাস্তি চায়। মিছিলের নেতৃত্বে রয়েছেন শিল্পী সনাতন দিন্দা সহ অন্যান্য শিল্পীরা। আর মিছিলের একটাই স্লোগান, ‘আমার দুর্গা বিচার পাক’। কুমোরটুলি থেকে শ্যামবাজার পর্যন্ত হবে এই মিছিল।
/anm-bengali/media/media_files/U5vnEtefULk6OqdXlmmS.png)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us