/anm-bengali/media/media_files/OUj7OQJDC0YlgU5N7xp0.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: টানা একাধিক নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে জুন-জুলাই জুড়ে রেকর্ড বর্ষণ দেখেছে গোটা বাংলা। দক্ষিণবঙ্গে তৈরি হয়েছিল জলমগ্ন পরিস্থিতি, আর উত্তরবঙ্গে তিস্তা-তোর্সা-রায়ডাকের মতো নদীগুলিতে ফুঁসে উঠেছিল বন্যার আশঙ্কা। এ পরিস্থিতিতে সবার মনে একই প্রশ্ন ঘুরছিল — “এই বৃষ্টি আর কবে থামবে?”
মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের আপডেটে মিলল কিছুটা স্বস্তি। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গ প্রায় বৃষ্টি নেই। উত্তরবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ও অতি সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরো রাজ্য জুড়ে আগামী কয়েক দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/5mQ9ixny08z9Cqx94VRG.jpg)
বলা হচ্ছে, বর্তমানে শেষ নিম্নচাপটি ছত্তিশগড়ের দিকে সরে গিয়েছে এবং ধীরে ধীরে তা গুজরাটের দিকে অগ্রসর হবে। ফলে বাংলার উপর থেকে নিম্নচাপের প্রভাব আপাতত পুরোপুরি কাটছে।
তবে বৃষ্টি যে পাকাপাকি বিদায় নিচ্ছে না, তাও নিশ্চিত করেছে হাওয়া অফিস।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৮ আগস্টের আশপাশেই বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এটি ওড়িশা উপকূলের কাছে সৃষ্টি হওয়ার সম্ভাবনা। ফলে বাংলায় বড় কোনও বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কম থাকলেও একেবারে যে বৃষ্টি হবে না তেমনটা নয়। ফলে আগামীদিনে যে ফের ভিজবে বাংলা, তা একপ্রকার নিশ্চিত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us