New Update
/anm-bengali/media/media_files/dzO8ZcgAWgNr1MFRuNLu.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার সন্দেশখালি ইস্যুতে হস্তক্ষেপ করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ তুলে আনলেন তিনি। পঞ্চায়েত ভোটে সন্দেশখালি নিয়ে কি অভিযোগ ছিল, জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
শুক্রবার কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি)-সহ পঞ্চায়েতে আদালত অবমাননার আইনজীবীদের পঞ্চায়েতে সন্দেশখালি নিয়ে অভিযোগ খুঁজে বের করার নির্দেশ দিল হাইকোর্ট। আগামী সোমবার রয়েছে এই বিষয়ে শুনানি।
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us