New Update
/anm-bengali/media/media_files/EE7V2JtuOvtMngq3miGj.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: গতকালই সন্দীপ ঘোষ সহ ৪ চিকিৎসকে নিয়ে শিয়ালদাহ কোর্টে হাজির হয়েছিল সিবিআই। আর তখনই তাঁদের পলিগ্রাফ টেস্টের অনুমতি চাওয়া হয়। আর আজ অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি চাওয়া হয়। এই দুই ক্ষেত্রেই এবার মিললো অনুমতি। যা জানা যাচ্ছে, আরজি কর কাণ্ডে এবার পলিগ্রাফ টেস্ট হবে মোট ৬ জনের। ৬ জনের জন্যেই অনুমতি দিয়ে দিল আদালত। এর মধ্যে রয়েছেন, সন্দীপ ঘোষ সহ ৪ চিকিৎসক, অভিযুক্ত সঞ্জয় রায়, আর আরও এক সিভিক ভলান্টিয়ার। যার সাথে এর আগে সঞ্জয়ের অনেক যোগাযোগ দেখা গিয়েছিল। এবার তাঁকেও পলিগ্রাফ টেস্টের মাধ্যমে যাচাই করতে চলেছে সিবিআই।
/anm-bengali/media/media_files/IjANINDQQZWH7MSL6BZC.jpg)
/anm-bengali/media/media_files/0U0VDvVu0o34VjevFh4n.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us