New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ডে এক বছরের মাথায় আন্দোলনকারী চিকিৎসকদের সমন। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সময় মামলা। একাধিক জুনিয়র থেকে সিনিয়র আন্দোলনকারী চিকিৎসককে পুলিশের নোটিশ। ৯ আগস্ট কালিঘাট চলো, ১৪ আগস্ট ফের রাত দখলের ডাকের মধ্যে এল নোটিশ। আইন অমান্য, সরকারি কাজে বাধা, বেআইনি জমায়েত সংক্রান্ত ধারায় মামলা। প্রাণঘাতী অস্ত্র নিয়ে জমায়েত, হুমকির ধারাতেও মামলা করে পুলিশ। ২০ আগস্ট হাজিরা দিতে বলেন নোটিশ। জুনিয়র চিকিৎসক অনিন্দ্যসুন্দর মণ্ডলকে ৮টি নোটিশ। ৫ থেকে ২১ অক্টোবরের মধ্যে ৮টি পৃথক মামলা। প্রতিহিংসাতেই থানায় তলব, দাবি জুনিয়র ডাক্তারদের। ভয় দেখিয়ে লাভ নেই আন্দোলন চলবে, জানিয়ে দিলেন সিনিয়র ডাক্তাররা। কেউ আইনের ঊর্ধ্বে নয়, পাল্টা দাবি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্যের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us