Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/EHApZcWcHIP7GJtD7OvR.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: সপ্তাহান্তে অনেকেই পাহাড়ে ঘুরতে গিয়ে সেখানে তুষারপাতের আশায় ছিলেন কিন্তু জেনে রাখুন শনিবার অর্থাৎ আজ আর সেই আশা পূর্ণ হচ্ছে না। বরফ পড়বে না শনিবার। কোনও জেলায় বৃষ্টি হবে না বলেই জানা গেছে। শুষ্ক থাকবে আটটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া। সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দেবে। এছাড়া চারটি জেলা জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে বলে অনুমান। সেখানে হলুদ সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us