New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: চাকরি চাওয়াই কাল হল। চাকরি চেয়ে শেষমেশ কপালে জুটল পুলিশি খাতায় নাম ওঠানো। হল জামিন অযোগ্য ধারায় মামলা।
চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখানোয় লক আপে রাত কাটল উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে কালীঘাট থানার পুলিশ। সরকারি কর্মীকে নিগ্রহ, কাজে বাধা সহ একাধিক ধারায় মামলা হয়েছে। গতকালের ঘটনায় মহিলা চাকরিপ্রার্থী সহ ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us