আপাতত বৃষ্টিহীন বঙ্গবাসী, গরমে পুড়বেন আগামী কয়েকদিন

আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
weather heat.webp

File Picture

নিজস্ব সংবাদদাতা: দু’দিন আগেও যে নিম্নচাপের ভয়ে কপালে ভাঁজ পড়েছিল বঙ্গবাসীর, সেটি এখন আর রাজ্যের মাথার উপর নেই। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ওই নিম্নচাপ বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে অবস্থান করছে। যার ফলে এখন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তার প্রভাব দেখা যাচ্ছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করবে। তবে এর সরাসরি কোন প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। ফলে দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই।

যা জানা যাচ্ছে, শুক্রবার ৪–৫টি জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। শনিবার বেশিরভাগ জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। রবিবার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সোমবার    দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

JR

গত কয়েকদিন টানা বৃষ্টিতে বিপর্যস্ত ছিল উত্তরের জেলাগুলি। তবে হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকেই বৃষ্টি অনেকটাই কমবে সেখানে। আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে।