/anm-bengali/media/media_files/G7HAYecINyol5Iu9RGKG.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে কলেজগুলিতে আসন সংখ্যা ভর্তি না হওয়ার বিষয়ে তরুণজ্যোতি তিওয়ারি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চরম নিশানা করেছেন। তিনি বলেছেন, "বাংলায় আর কেউ পড়াশোনা করতে চাইছে না।
সত্যিটা বলুন — নাট্যমন্ত্রী ব্রাত্য বসু।
পশ্চিমবঙ্গে শিক্ষার পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, আজ সাধারণ ঘরের বাবা-মায়েরাও ভয়ে আছেন—তাঁদের ছেলে-মেয়েকে রাজ্যের কলেজে পাঠাবেন কি না। একসময় যেসব কলেজে পড়াশোনা করা ছিল গর্বের বিষয়, সেসব কলেজেই এখন হাজার আসনের মধ্যে ভর্তি হচ্ছে মাত্র ৩৫০ জন! সর্বমোট রেজিস্ট্রেশন হয়েছে মাত্র ৩.২ লক্ষ।
এর পেছনে একাধিক কারণ রয়েছে—
● একদিকে কলেজগুলোর ভৌতিক পরিবেশ, ধর্ষণ, শ্লীলতাহানি, ছাত্ররাজনীতি ও মদতপ্রাপ্ত দুষ্কৃতীদের দাপট।
● মেডিকেল কলেজের মতো সংবেদনশীল জায়গাতেও ধর্ষণ ও খুনের মতো ঘটনা ঘটছে।
● কলেজে তৃণমূলের ছাত্রনেতাদের হাতে খুনের চেষ্টার অভিযোগ উঠছে।
অন্যদিকে কলেজের শিক্ষকদের অবস্থা আজ স্কুল শিক্ষকদের থেকেও খারাপ। কলেজ সার্ভিস কমিশন তৃণমূলের নিয়ন্ত্রণে—একটি যোগ্যতা যাচাই কমিশনের পরিবর্তে তা আজ "কাটমানি কমিশন"-এ রূপান্তরিত হয়েছে।
আর পাশ করে ছেলেমেয়েরা যাবে কোথায়?
রাজ্যে কোনো বড় শিল্প নেই, নেই সৃষ্টিশীলতার পরিসর, নেই কর্মসংস্থান। সরকারি চাকরি প্রায় বন্ধ, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বিলুপ্ত। স্বাভাবিকভাবেই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে মেধা। বাংলা থেকে ছেলেমেয়েরা চলে যাচ্ছে দিল্লি, বেঙ্গালুরু, পুনে, হায়দরাবাদ—যেখানে সম্মান, চাকরি ও নিরাপত্তা—সবকিছু পাওয়া যায়।
আজকের তৃণমূল সরকার শুধু একটি কাজেই ব্যস্ত—ক্যাডার তৈরি।
এরা চায় এক দল অন্ধ, সজ্ঞান অনুগামী, যারা প্রশ্ন করবে না, ভাববে না, কেবল রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হবে। শিক্ষা, সংস্কৃতি, শিল্প—যা একদিন বাংলাকে গর্বিত করত—সেসব বিষয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।
“এগিয়ে বাংলা”র প্রচারে কোটি কোটি টাকা খরচ হলেও বাস্তবে পশ্চিমবঙ্গ আস্তে আস্তে পিছনের দিকে এগিয়ে যাচ্ছে।
মা লক্ষ্মীর পর, এখন বিদ্যা ও জ্ঞানের দেবী মা সরস্বতীও এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন।
যতদিন না তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানো হচ্ছে, ততদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলাকে রক্ষা করা সম্ভব নয়।"
তরুণজ্যোতি তিওয়ারির এই নিশানাকে ঘিরে চর্চা শুরু হয়েছে।
বাংলায় আর কেউ পড়াশোনা করতে চাইছে না।
— Tarunjyoti Tewari (@tjt4002) July 5, 2025
সত্যিটা বলুন — নাট্যমন্ত্রী ব্রাত্য বসু।
পশ্চিমবঙ্গে শিক্ষার পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, আজ সাধারণ ঘরের বাবা-মায়েরাও ভয়ে আছেন—তাঁদের ছেলে-মেয়েকে রাজ্যের কলেজে পাঠাবেন কি না। একসময় যেসব কলেজে পড়াশোনা করা ছিল গর্বের বিষয়, সেসব… pic.twitter.com/GF5pFdadBw