/anm-bengali/media/media_files/2enAo3T3k8TbD0yLbR8Y.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠক বসছে দিল্লির ভারত মণ্ডপমে। ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার রূপরেখা তৈরির লক্ষ্যেই এই আলোচনা। দেশের অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রীরা ইতিমধ্যেই বৈঠকে যোগ দিয়েছেন। তবে অনুপস্থিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার পর্যন্ত কোনও সরকারি প্রতিনিধি পাঠানোর কথাও জানাননি মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকেও কোনও মন্তব্য করা হয়নি। তবে মনে করা হচ্ছে, গতবার বৈঠকে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদেই এবারের বৈঠক বয়কট করেছেন তিনি।
/anm-bengali/media/media_files/DkDKjXXgiOjyuube7BJB.jpg)
২০২৪ সালের ২৭ জুলাই অনুষ্ঠিত নীতি আয়োগ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝপথে উঠে চলে যান। অভিযোগ করেন, “আমি যখন বাংলার বঞ্চনার কথা তুলছিলাম, তখন আমার বক্তব্যের মাঝখানে মাইক বন্ধ করে দেওয়া হয়। এটা অসম্মানজনক”।
এই ঘটনার পর থেকেই কেন্দ্র-রাজ্য সম্পর্কে আরও এক ধাপ উত্তেজনা যোগ হয়। মূলত, এবারের এই বৈঠকটি ছিল ‘অপারেশন সিন্দুর’-এর পর মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক। ফলে রাজনৈতিক দিক থেকেও এটি ছিল তাৎপর্যপূর্ণ। ধারণা করা হচ্ছিল, এই বৈঠকে সেই বিষয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের অবহিত করতে পারেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের না যাওয়া যেন গতবারের উত্তেজনাকেই আরও বাড়িয়ে তুললো।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us