/anm-bengali/media/media_files/2024/11/16/vgStezo4tIEsoYsUd384.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। এমন অগ্নিকাণ্ডের ঘটনা বিগত কয়েক বছরে দেখেনি তিলোত্তমা। নিমতলা ঘাটের কাঠের গুদামে লাগে সেই আগুন। কয়েক হাজার বর্গফুট জুড়ে জতুগৃহ তৈরি হয়েছে সেই এলাকা। আতঙ্কে রাত থেকেই খোলা আকাশের নীচে কাটাচ্ছেন স্থানীয়রা।
যা জানা যাচ্ছে, গতকাল মাঝরাত ১.৩০টা নাগাদ প্রথম নিমতলা ঘাটের কাঠের গুদামে আগুন লাগে। সেই সময়ই দমকলকে খবর দেওয়া হয়। দমকলও দ্রুতই আসে। তবে স্থানীয়দের কথা অনুযায়ী, কাঠের গুদাম হওয়ায় আগুন দ্রুত বিশাল এলাকাকে গ্রাস করে ফেলে। এমনকি সেই সময় বেশ কয়েকবার গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার শব্দও শোনা যায়, যার জেরে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। গভীর রাতেই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ২০টি ইঞ্জিন এসে হাজির হয়।
তবে আগুনের তীব্রতা এতোটাই বেশি যে রাত পেরিয়ে আজ সকাল সাড়ে ৯টা পেরিয়ে গেলেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। প্রায় ৭-৮ ঘন্টা ধরে জ্বলছে ওই গোটা এলাকা। ইতিমধ্যেই ইঞ্জিনের সংখ্যা বেড়ে হয়েছে ২১টা।
দমকলের তরফে জানানো হচ্ছে, ভিতরে ভিতরে এতো দাহ্য পদার্থ রয়েছে, যে পকেট ফায়ার হয়েই চলেছে। এক জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনলে আরেক জায়গায় আগুনের ফুলকি দেখা যাচ্ছে। তবে দমকল যথা সাধ্য চেষ্টা করছে আগুনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে।
এদিকে মধ্যরাতেই বিস্ফোরণের খবর পেয়ে, ঘটনাস্থলে জান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। দমকলের আধিকারিকদের সাথে, পুলিশের সাথে কথা বলেন তিনি। ইতিমধ্যেই আগুন কাঠের গুদাম থেকে ছড়িয়ে আশেপাশের দোকানেও বিস্তার লাভ করেছে। আগুনের গ্রাসে চলে গিয়েছে সেই দোকান গুলিও। পাশাপাশি থাকা ১৭টি পরিবার প্রাণ হাতে সর্বস্ব ছেড়ে রাস্তায় বেড়িয়ে এসেছে। আপাতত, তাঁদের মাথা গোঁজার ঠাঁই স্ট্র্যান্ড রোডের কাছে। মনে করা হচ্ছে, এই অগ্নিকণ্ডের জেরে কয়েক কোটি টাকার সম্পত্তি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।