/anm-bengali/media/media_files/A3O8zym8FfXac0WC6bCi.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালির দাপুটে নেতা হিসেবে পরিচিত শেখ শাহজাহান। সেখানে তিনিই শেষ কথা। আর তার প্রমাণ হাতেনাতে পেলেন ইডির অফিসারেরা, কেন্দ্রীয় বাহিনীরা এবং সংবাদ মাধ্যমরা। আজ যে ঘটনার সাক্ষী হলেন তারা, তা কল্পনাতীত। ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছেন বিদ্দজনেরা। ধিক্কার জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে সম্পূর্ণ বিষয় জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমন অবস্থায় নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।
সন্দেশখালির ভিডিও প্রকাশ্যে এনে শুভেন্দু লিখেছেন, “ভয়ঙ্কর! পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত। সন্দেশখালিতে ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের উপর নৃশংস হামলা; উত্তর ২৪ পরগনা জেলা, টিএমসি নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালানোর সময় ঘটনাটি ঘটে। আমি সন্দেহ করি যে জাতীয় বিরোধী হামলাকারীদের মধ্যে রোহিঙ্গারা রয়েছে। আমি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে অনুরোধ করছি, এই গুরুতর পরিস্থিতি বিবেচনা করে এই নৈরাজ্য দমনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন তাঁরা। এনআইএ-র কাঁধে এই ঘটনার তদন্তভার তুলে দেওয়া উচিত”।
Horrific. The Law & Order Situation in West Bengal is in shambles.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 5, 2024
ED Officials & CRPF Jawans brutally attacked in Sandeshkhali; North 24 Parganas district, while conducting Raid at TMC leader Sheikh Shahjahan's house.
I doubt that Rohingyas are present amongst the Anti National… pic.twitter.com/XHboQsBVSX
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us