/anm-bengali/media/media_files/2fa9fSUEnVWt55kkmzrh.jpg)
নিজস্ব সংবাদদাতা: আর এক মাসও বাকি নেই বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর। আর এই দুর্গাপুজো মানেই তার রেশ চলবে লক্ষ্মীপুজো, ভাইফোঁটা, কালীপুজো অবধি কারণ পরপর রয়েছে উৎসব। চলতি বছর ২০২৩-এর পুজোর সব প্ল্যানিং করে ফেলেছেন তো ইতিমধ্যে? তবে পরের বছর বাঙালির শ্রেষ্ঠ উৎসবের জন্যও প্রস্তুতি নিতে পারেন। কবে থেকে ছুটি নেবেন, বেড়াতে যাওয়ার টিকিটই বা কাটবেন কবে? সব বিস্তারিত জানুন। দেওয়া হল আগামী চার বছরের দিনক্ষণের তালিকা।
২০২৪ সাল:
মহালয়া ২ অক্টোবর। ষষ্ঠী ৯ অক্টোবর, সপ্তমী ১০ অক্টোবর, অষ্টমী ১১ অক্টোবর, নবমী ১২ অক্টোবর ও দশমী ১৩ অক্টোবর। এই বছর লক্ষ্মীপুজো ১৭ অক্টোবর। কালীপুজো ৩১ অক্টোবর।
২০২৫ সাল:
মহালয়া পড়বে ২১ সেপ্টেম্বর। ষষ্ঠী ২৮ সেপ্টেম্বর, সপ্তমী ২৯ সেপ্টেম্বর, অষ্টমী ৩০ সেপ্টেম্বর, নবমী ১ অক্টোবর ও দশমী ২ অক্টোবর। লক্ষ্মীপুজো পড়বে ৬ অক্টোবর। কালীপুজো ২০ অক্টোবর।
২০২৬ সাল:
মহালয়া পড়বে ১০ অক্টোবর। ষষ্ঠী ১৭ অক্টোবর, সপ্তমী ১৮ অক্টোবর, অষ্টমী ১৯ অক্টোবর, নবমী ২০ অক্টোবর ও দশমী ২১ অক্টোবর। লক্ষ্মীপুজো পড়বে ২৫ অক্টোবর। কালীপুজো ৮ নভেম্বর।
২০২৭ সাল:
মহালয়া হবে ২৯ সেপ্টেম্বর। ষষ্ঠী ৫ অক্টোবর, সপ্তমী ৬ অক্টোবর, অষ্টমী ৭/৮ অক্টোবর, নবমী ৯ অক্টোবর ও দশমী ১০ অক্টোবর। লক্ষ্মীপুজো পড়বে ১৪ অক্টোবর। কালীপুজো ২৮ অক্টোবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us