/anm-bengali/media/media_files/NIaHdfwKkQUwe9LBm9Ee.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃনিউটাউনে সরকারি আবাসনের নীচে উদ্ধার হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র গৌরব দত্তর (২০) মৃতদেহ। এই ঘটনায় বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হল এবার। নিহত ছাত্রের বাবা এই অভিযোগ দায়ের করেছেন। সূত্রে খবর, ছেলের বেশ কয়েকজন বন্ধুর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে অভিযোগকারীর তরফে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন কয়েকজন বন্ধুর সঙ্গে ঝামেলা হয় ওই ছাত্রের। মূলত কাদের সঙ্গে এই ঝামেলা, তা খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। গত শুক্রবার বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কী ঘটনা ঘটেছিল, ঘটনার দিন সময় ধরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীরা।
গত শুক্রবার সরকারি আবাসনের নীচে উদ্ধার হয় গৌরবের দেহ। রক্তাক্ত অবস্থায় সল্টলেকের এফএফ ব্লকে সেচ আবাসনের নীচ থেকে দেহটি উদ্ধার হয়। প্রথম থেকেই এই ঘটনা ঘিরে নানা তত্ত্ব দানা বেঁধেছে। আত্মহত্যা নাকি মেরে ফেলে দেওয়া হয় তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে প্রথমে কোনও অভিযোগ দায়ের না হলেও রবিবার নিহতের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us