আরো ফাঁপরে কুন্তল ঘোষ! চিঠি মামলায় কড়া আদালত

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় বড় আপডেট। আরো কড়া আদালত। কী নির্দেশ দিলেন বিচারপতি? মামলার পরবর্তী শুনানি কবে? জানতে পড়ুন প্রতিবেদনটি।

author-image
Pallabi Sanyal
New Update
kuntal ghosh

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে।  কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ। আদালতকে দিয়েছিলেন চিঠিও। সেই চিঠি মামলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই।  সোমবার মামলার শুনানি হল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। এবার আরো কড়া আদালত। প্রেসিডেন্সির অন্দরে কুন্তলের যাবতীয় গতিবিধির সিসিটিভি ফুটেজ এবার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি। কুন্তল ঘোষ জেলে যাওয়ার পরের ফুটেজ চেয়েছিল সিবিআই। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে তা জমা ছিল। ফুটেজ দিয়েছিল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। জেলে জমা দেওয়া ফুটেজের কপি চেয়ে আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।বিচারপতি কুন্তলের গতিবিধির ফুটেজ সিবিআইকে দেওয়ার নির্দেশ দেন। মামলার শুনানিতে সিবিআই ফুটেজের আবেদন জানালে বিচারপতি জানতে চান, সেই ফুটেজগুলির ব্যাপারে। রেজিস্ট্রার জেনারেলের সদর্থক উত্তরের পরই তা দিয়ে দিতে বলা হয়। তিনটি মুখবন্ধ খামে আদালতে জমা পড়ে তিনটি হার্ড ডিস্ক। একটি ফ্ল্যাশ ড্রাইভও আছে তার মধ্যে। ডেটা কপি করতে গেলে সময় লাগবে তিন দিন। এমনই জানায় সিবিআই। হাইকোর্টের টেকনিক্যাল টিমের সামনে তা করার নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। ২২ জুনের মধ্যে কপি করার কাজ শেষ করতে হবে।  ২৩ জুন এই মামলার পরবর্তী শুনানি।