শিক্ষক নিয়োগ দুর্নীতি: ৩২০০০ শিক্ষকের চাকরি নিয়ে নয়া মোড়!

একাধিক দুর্নীতির অভিযোগে ৩২০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে চাকরিহারারা ডিভিশন বেঞ্চে গেলে ৩২০০০ শিক্ষককে নতুন করে ইন্টারভিউ দিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে বলা হয়।

New Update
kolkata high court

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: অনিয়মের অভিযোগে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়ে দেখা দিয়েছে সঙ্কট। কলকাতা হাইকোর্ট আগামী ৩ মাসের মধ্যে ইন্টারভিউ নিয়ে মেধাতালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়ে দিয়েছে। এবার যোগ্য শিক্ষকদের হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে শিক্ষক সংগঠন এবিপিটিএ। সংগঠনের রাজ্য সম্পাদক ধ্রুবশেখর মন্ডল সোমবার জানান যে ওই ৩২ হাজারের বেশিরভাগই যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন।

এর পাশাপাশি আবার একই দাবিতে এবিপিটিএ রাজ্যের সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে ৬ থেকে ৯ জুন অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষকদের চাকরি সুনিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিযান ও অবস্থান কর্মসূচিও নেওয়া হয়েছে।