New Update
/anm-bengali/media/post_banners/zLYQnQKmziYd6JRztTkX.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: টেটের নিয়মে ব্যাপক পরিবর্তন আনলো স্কুল সার্ভিস কমিশন। এখন থেকে একবার টেট উত্তীর্ণ হলে আর কখনও দিতে হবে না টেট পরীক্ষা। অবশেষে কেন্দ্রের নির্দেশ মেনে এমন সিদ্ধান্ত নিল রাজ্য। নির্দেশিকা জারি করে স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিল যে একবার টেট পাশ করলেই তার মেয়াদ থাকবে সারাজীবন।
পূর্বে এনসিটিই-র তরফ থেকে টেট সার্টিফিকেটের মেয়াদ আজীবন করতে আইনে সংশোধন করা হয়। রাজ্যকে এই বিষয়ে একাধিকবার বললেও কেন্দ্রের নির্দেশিকা কার্যকর করেনি রাজ্য। অবশেষে স্কুল শিক্ষা দফতরেরর তরফে চিঠি পাঠিয়ে এসএসসিকে কেন্দ্রের আইনকে মান্যতা দেওয়ার কথা জানানো হল। এর আগে টেট উত্তীর্ণদের সার্টিফিকেটের মেয়াদ ছিল সাত বছর পর্যন্ত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us