SSC SCAM: জিতে গেলেন মানিক ভট্টাচার্য! হেরে গেলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

প্রাথমিক টেট শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলার অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য পেলেন বড় স্বস্তি। এদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন সেটা খারিজ হয়ে গেল।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
manik1

নিজস্ব সংবাদদাতা: কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন প্রাথমিক টেট শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলার অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য। এর আগে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত ও জরিমানার নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশ খারিজ করে দিল আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

প্রাথমিক ও নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে আপাতত জেলে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। একাধির মামলায় ধাপে ধাপে তাঁকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ ধার্য করে কলকাতা হাইকোর্ট। তবে মানিক ভট্টাচার্য সেই জরিমানা জমা করেননি বলে অভিযোগ ওঠে। তারপর এবার সরাসরি সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলে বিচারপতিরা সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দেন। ফলে মানিকের জরিমানা কিংবা সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে না ইডি। তাহলে মানিকের শনির দশা কি ধীরে ধীরে কাটছে? স্ত্রী শতরূপা ভট্টাচার্য জামিনে মুক্তি পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে আদালত থেকে স্বস্তির খবর পেলেন তিনি নিজেও। যদিও জামিন মঞ্জুর করা হলেও শতরূপা ভট্টাচার্যকে তাঁর পাসপোর্ট সিবিআইয়ের বিশেষ আদালতের কাছে জমা রাখার শর্ত দেওয়া হয়েছে আদালতের তরফে। সিঙ্গল বেঞ্চে মানিককে করা জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ খারিজ করে দেওয়ায় এই প্রশ্ন উঠছে এখন। মানিকের স্ত্রীর জামিন মঞ্জুর করতে গিয়ে সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, কার্যত ইডির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। 

গত বছর অক্টোবরে মানিককে গ্রেফতার করার পর থেকেই যেন মানিকের জীবনে শনির দশা চলছে। তাঁর গ্রেফতারির পর গ্রেফতার করা হয় তাঁর স্ত্রী ও ছেলেকেও। তারপর ২টি মামলায় মানিককে মোটা টাকা জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ছুটে যান মানিক। বৃহস্পতিহার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির পর সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। একটি মামলায় মানিক ভট্টাচার্যকে ৫ লক্ষ টাকা জরিমানা দিতে বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। টেটের OMR শিট না দেওয়ার অভিযোগে হাইকোর্টে যান ২০১৭ সালের এক পরীক্ষার্থী। সেই মামলায় মানিক ভট্টাচার্যকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। অন্য মামলায় মানিকের দেশ ও বিদেশে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন তিনি। ২টি মামলাই ছিল টেটের ফল সংক্রান্ত।