১০ টাকার শেয়ার ৪৪০ টাকায় বিক্রি! কালীঘাটের কাকুকে নিয়ে তথ্য ফাঁস

এবার কালীঘাটের কাকুকে নিয়ে আরো এক খবর এলো সামনে। সুজয়কৃষ্ণের সঙ্গে যোগ থাকা বেসরকারি সংস্থায় বিনিয়োগ করে অন্য তিন সংস্থা। এর মধ্যে আবার দুই সংস্থার ব্যাঙ্কের অ্যাকাউন্ট খতিয়ে দেখে ‘রহস্যজনক’ লেনদেনের হিসাব পেয়েছে ইডি।

author-image
Anusmita Bhattacharya
New Update
sujayed1

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: শেয়ারের দামে কারচুপি করার অভিযোগ ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে যোগ থাকা বেসরকারি সংস্থার বিরুদ্ধ। ইডি এমনটাই পেয়েছে তথ্য। তদন্তকারী ইডি আধিকারিকেরা মনে করছেন যে সুজয়ের সঙ্গে যোগ থাকা ওই সংস্থার প্রতিটি শেয়ার আসল মূল্যের তুলনায় অত্যাধিক চড়া দামে বিক্রি করা হয়। অভিযোগ উঠছে যে ১০ টাকার শেয়ারগুলি বিক্রি করা হয় প্রায় ৪৪০ টাকায়। প্রায় ৩ কোটি টাকা তোলা হয়েছিল বলে জানা গেছে। এছাড়াও জানা গিয়েছে যে সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে যোগ থাকা সংস্থায়প্রায় ৩ কোটি টাকা দেয় অন্য তিন সংস্থা। ওই তিন সংস্থার মধ্যে দু’টি সংস্থা ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে বলে জানা গেছে।

যে সংস্থাগুলি সুজয়কৃষ্ণের সঙ্গে যোগ থাকা সংস্থায় বিনিয়োগ করে তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট খতিয়ে দেখে বেশ কিছু ‘রহস্যজনক’ লেনদেনের হিসাব পাওয়া যায়। সংস্থাগুলি ঠিক কী ধরনের সংস্থা ছিল তা-ও খতিয়ে দেখছেন ইডি আধিকারিকেরা। ইডি মনে করছে যে এই সংস্থাগুলির সঙ্গে সুজয়কৃষ্ণের যোগ পাওয়া যেতে পারে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। মনে করা হচ্ছে যে সুজয়কৃষ্ণের সঙ্গে যোগ থাকা একাধিক সংস্থা থেকে নামে-বেনামে বিনিয়োগ করা হয় ওই সংস্থায়। 

১৪ জুন কলকাতার নগর দায়রা আদালতে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি জানিয়েছিলেন যে হাওয়ালার মাধ্যমে বিভিন্ন সংস্থায় টাকা ঘুরেছে। ইডি অভিযোগ করছে যে সুজয়কৃষ্ণের সঙ্গে যোগ থাকা ওই সংস্থার মাধ্যমে লেনদেন হয়েছে প্রায় ১ কোটি টাকার। হাওয়ালার মাধ্যমে বিভিন্ন খাতে প্রায় ১০ কোটি টাকা বিনিয়োগ করা হয় বলে দাবি ইডির। সুজয়কৃষ্ণ চারটি সংস্থা নিয়ন্ত্রণ করতেন বলেও দাবি করে ইডি।৭ জুলাই কাকুর গলার স্বর পরীক্ষা করার জন্য শুনানির দিন ধার্য হয়েছে। 

অভিযোগ ওঠে যে সুজয়কৃষ্ণের নির্দেশে তাঁরই ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুছে দেন পেশায় সিভিক ভলান্টিয়ার রাহুল বেরা। জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার ইডি দফতরে ডেকে পাঠানো হয়। তিনি হাজিরা দেওয়ার পর ফোনের তথ্য মোছার বিষয়ে জানার পাশাপাশি আবার কালীঘাটের কাকুর সঙ্গে তাঁর সম্পর্ক কেমন ছিল, সুজয়ের নির্দেশে তিনি নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোনও ভূমিকা নিয়েছিলেন কি না- এই সব বিষয় নিয়েও প্রশ্ন করা হয় রাহুলকে। তাই সেই সূত্রেই এবার সুজয়কৃষ্ণের গলার স্বর পরীক্ষা করে দেখা হবে।