নতুন নিয়োগে ১০ নম্বরের প্রক্রিয়া বৈধ, মেনে নিল আদালত

বুধবার ডিভিশন বেঞ্চ শুনানি শেষে সব দাবি খারিজ করে দেয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
calcutta highcourty1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এসএসসি-র (স্কুল সার্ভিস কমিশন) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় বড় স্বস্তি পেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ বুধবার জানিয়ে দেয়, নতুন নিয়োগ বিধি ও অতিরিক্ত ১০ নম্বরের প্রক্রিয়া বৈধ। পাশাপাশি, বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়ার ক্ষেত্রেও সম্মতি জানায় আদালত।

হাইকোর্টে মামলাকারীরা চ্যালেঞ্জ করেছিলেন, কেন ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর বরাদ্দ করা হবে, কেন বদল আনা হয়েছে শিক্ষাগত যোগ্যতার নম্বর বন্টনে— সেই সব ইস্যুতে বুধবার ডিভিশন বেঞ্চ শুনানি শেষে সব দাবি খারিজ করে দেয়।

ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ১০ বছরের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত ১০ নম্বর বরাদ্দ যুক্তিসঙ্গত। ৬০ নম্বরের লিখিত পরীক্ষা, ১০ নম্বর ইন্টারভিউ, ১০ নম্বর অভিজ্ঞতা ও লেকচার ডেমনস্ট্রেশন— এই কাঠামোও বৈধ। ৪০ বছর পর্যন্ত বয়সসীমা ছাড়, ১ জানুয়ারি ২০২৫ অবধি প্রযোজ্য, সেটাও বহাল থাকবে।

ssc protettt

প্রসঙ্গত, এই মামলায় রাজ্যের হয়ে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। অন্যদিকে, বঞ্চিতদের পক্ষে ছিলেন অনিন্দ্য মিত্র ও বিকাশরঞ্জন ভট্টাচার্য।

এই রায়ের ফলে রাজ্যের নিয়োগ প্রক্রিয়া আরও এক ধাপ এগোতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখন দেখার, পরবর্তী ধাপে নিয়োগ কতটা দ্রুত সম্পন্ন করতে পারে সরকার।