নতুন সভাপতি নিয়োগ হতেই রাজ্য বিজেপিতে জয়লাভের উত্তেজনা

'রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Gu17adoWoAABtxu

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজ্য বিজেপির নতুন সভাপতি নির্বাচিত হতেই আরও শক্তিবৃদ্ধি গেরুয়া শিবিরে। এবার এই নিয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এদিন বলেন, "আমাদের নেতৃত্ব খুবই শক্তিশালী এবং পশ্চিমবঙ্গে পরিবর্তন আসবে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে। রাজ্য পুলিশ সর্বদা অপরাধকারীদের রক্ষা করে"।

1646330378_jagannath.jpg