নিজস্ব সংবাদদাতা: রাজ্য বিজেপির নতুন সভাপতি নির্বাচিত হতেই আরও শক্তিবৃদ্ধি গেরুয়া শিবিরে। এবার এই নিয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এদিন বলেন, "আমাদের নেতৃত্ব খুবই শক্তিশালী এবং পশ্চিমবঙ্গে পরিবর্তন আসবে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে। রাজ্য পুলিশ সর্বদা অপরাধকারীদের রক্ষা করে"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/Ii44CL5XKQy1jMPrmXNZ.jpg)