/anm-bengali/media/media_files/2025/08/25/697112-20235img13may2023pti05132023000221b-2025-08-25-22-46-30.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাজনৈতিক কার্যকলাপ বাড়ার সঙ্গে সঙ্গে নতুন সদর দফতরের খোঁজে নামলো বঙ্গ বিজেপি। বর্তমানে সল্টলেকের সেক্টর ফাইভে অবস্থিত দলীয় কার্যালয়, কিন্তু তা আর দলের প্রয়োজন মেটাতে পারছে না। ক্রমবর্ধমান সংগঠন, শীর্ষ নেতৃত্বের যাতায়াত এবং নির্বাচনী প্রস্তুতি সামলাতে এবার বড় জায়গার খোঁজে গেরুয়া শিবির।
দলীয় সূত্রে খবর, সল্টলেক ছেড়ে এবার নিউটাউনেই হতে পারে বঙ্গ বিজেপির নতুন কার্যালয়। সুবিশাল এলাকা, পর্যাপ্ত পার্কিং এবং হেলিপ্যাডের সুবিধাসহ একেবারে আধুনিক ‘কর্পোরেট’ ধাঁচে গড়ে তোলা হবে এই অফিস। শীর্ষ নেতৃত্ব মনে করছে, নির্বাচনের আগে এমন এক আধুনিক সদর দফতর দলের কার্যক্ষমতা আরও বাড়াবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/26/bjp-flag-2025-06-26-22-01-18.jpg)
শুধু নতুন দফতরই নয়, ৫-৬টি হেলিকপ্টারের ব্যবস্থাও করতে চাইছে বঙ্গ বিজেপি। কারণ, আসন্ন ভোট অল্প কয়েক দফায় মিটবে বলেই ধারণা দলের। ফলে প্রচারে শীর্ষ নেতাদের ম্যারাথন সফরের জন্য একাধিক হেলিকপ্টার অপরিহার্য। তাই নতুন কার্যালয়ে হেলিপ্যাড রাখার পরিকল্পনা গেরুয়া শিবিরের।
রাজনৈতিক মহলের মত, বঙ্গ বিজেপির এই পদক্ষেপ তাদের সংগঠনকে আরও সুসংহত করবে এবং নির্বাচনী প্রচারকে বাড়তি গতি দেবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us