New Update
/anm-bengali/media/media_files/3nHk5VowX3yQKLDssM4F.webp)
নিজস্ব সংবাদদাতা: আরজি করের বিচার চেয়ে এবার সরব হলেন খোদ আরজি করের নবনিযুক্ত এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়। কনভেনশন থেকেই জানালেন নিজের প্রতিবাদ। বললেন, ‘আমারও এ প্রান্তে দাঁড়িয়ে মনে হচ্ছে, ঐ প্রান্তে সবার সাথে দাঁড়িয়ে চিৎকার করে বলি ‘উই ওয়ান্ট জাস্টিস’। আমিও এই নক্ক্যারজনক ঘটনার বিচার চাই’। একই সাথে এও বলেন, ‘আরজি করের চিকিৎসা পরিষেবা ঠিক করা উচিত। যাতে কোনও প্রাণ বিনা চিকিৎসায় শেষ না হয়ে যায়, সে দিকটাও আমাদের ভাবা উচিত’। তবে এদিন প্রতিবাদে গর্জে ওঠেন তিনিও।
/anm-bengali/media/media_files/xn0n0MM8TVWMhD7VulWf.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us