প্রযুক্তি খাতে বাংলার সেরা প্রাপ্তি, মার্কিন কনসাল জেনারেলের সাথে বৈঠক মুখ্যমন্ত্রীর

১৯ হাজার স্কোয়ার ফুট জায়গা চাওয়া হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Mamata

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর উৎপাদনে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মার্কিন কনসাল জেনারেলের এক উচ্চপর্যায়ের বৈঠকে উঠে এল এই সম্ভাবনার রূপরেখা। বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল ‘গ্লোবাল ফাউন্ড্রিজ’-এর মতো বিশ্ববিখ্যাত সংস্থার বিনিয়োগ।

বিশ্বের অন্যতম বৃহৎ মাইক্রোচিপ নির্মাতা সংস্থা ‘গ্লোবাল ফাউন্ড্রিজ’ পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর ডিজাইন ও টেস্টিং সেন্টার স্থাপন করতে চলেছে। সূত্রের খবর, ভবিষ্যতে চিপ ফ্যাব্রিকেশন অর্থাৎ উৎপাদনের কাজও বাংলাতেই হতে পারে।

সল্টলেক সেক্টর ফাইভে সফটওয়্যার টেকনোলজি পার্ক অব ইন্ডিয়ায় ইতিমধ্যেই ১৩ হাজার বর্গফুট জমি দেওয়া হয়েছে সংস্থাকে। আরও ১৯ হাজার স্কোয়ার ফুট জায়গা চাওয়া হয়েছে। রাজ্য সরকার সেই আবেদন বিবেচনা করছে।

jangle mahal industry .jpg

‘গ্লোবাল ফাউন্ড্রিজ’ মূলত স্মার্টফোন, ল্যাপটপ, অটোমোবাইল প্রভৃতি আধুনিক প্রযুক্তিপণ্য ব্যবহৃত মাইক্রোচিপ তৈরি করে। কলকাতাকে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (GCC) হিসেবে গড়ে তুলতে এবার সরকার নীতি প্রণয়ন প্রক্রিয়াও শুরু করছে।