বাংলায় পঞ্চায়েত ভোট! বড় স্টেপ নিল নির্বাচন কমিশন

রাজ্যে এবার আসছে পঞ্চায়েত ভোট। কিন্তু কবে হবে নির্বাচন? এই সম্পর্কে এল নতুন আপডেট।

New Update
vote

নিজস্ব সংবাদদাতা: বাংলায় নির্বাচন কমিশনারের (Election Commissioner) মেয়াদ শেষ হওয়ার জন্য থমকে রয়েছে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। এই সূত্রে জানা গেছে যে নতুন নির্বাচন কমিশনার (New Election Commissioner) হিসেবে দুটি নাম উঠে এসেছে। প্রথম নামটি হল রাজ্যের শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিনহা। তাঁকে এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব দিয়ে পঞ্চায়েত ভোট করানোর সিদ্ধান্ত নিতে পারে রাজ্য (West Bengal)। অপর নামটি হল রাজ্যের বর্তমান মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদি (Hari Krishna Dwivedi)। আগামী ৩০ জুন অবসর নেবেন তিনি।