নিমরাজি তৃণমূল সমর্থিত BLO-রা ! নির্ভেজাল তথ্য চেয়ে নয়া নির্দেশিকা জারি করলো কমিশন

কেন নিমরাজি তৃণমূল সমর্থিত BLO-রা ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : মৃত ভোটার ও স্থানান্তরিত ভোটারদের সম্পর্কে যাতে নির্ভেজাল তথ্য পাওয়া যায় সেই কারণে এবার এক নতুন নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এবার থেকে এই সমস্ত তথ্য পাকাপাকি ভাবে একটি ফর্মের মধ্যে ফিলাপ করে সেই ফর্মে সই করতে হবে সমস্ত BLO ও BLA-দের। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে অন্যান্য BLO ও ভোটকর্মীরা রাজি হলেও তৃণমূল সমর্থিত BLO-রা এই বিষয়টিতে একেবারেই রাজি হতে পারছেন না।

Eci

তাই নির্বাচন কমিশনের তরফ থেকে এই ধরণের একটি নির্দেশ জারি হওয়ার পরেই তৃণমূল সমর্থিত BLO-রা জানিয়ে দিয়েছেন যে আমরা এই ধরণের কোনও ফর্মে সই করবো না। অপরদিকে অন্যান্য BLO-দের মতে একেবারেই সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।