এই মুহূর্তের তাজা খবরঃ মমতার কথা-৩ তারিখ পেশ হতে পারে ধর্ষণ বিরোধী বিল! নজরে বিধানসভা

ধর্ষণ বিরোধী বিল নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
Mamata Banerjee Claver Smile.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ আজ তৃণমূল ছাত্র দিবসের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ফের একবার আরজি করের ঘটনায় জড়িত অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই মুখ্যমন্ত্রী বলেছিলেন বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল আনার কথা। এদিকে এদিনই আবার ছিল ক্যাবিনেট বৈঠক। আজকের বৈঠকে এই বিল আনার বিষয়ে চূড়ান্ত সম্মতি দেওয়া হয় বলে খবর। তারপরই ঠিক হয়ে যায় দিনক্ষণ।

সূত্রে খবর, বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল আনার প্রস্তাবে গ্রিন সিগন্যাল দেয় মন্ত্রিসভা। বিধানসভায় পেশের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। জানা গিয়েছে, বিধানসভায় বিল পেশ হতে চলেছে আগামী ৩ সেপ্টেম্বর। ইতিমধ্যেই আইনের ড্রাফ্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। ২ তারিখ থেকে রয়েছে বিধানসভার বিশেষ অধিবেশন।