/anm-bengali/media/media_files/2025/08/22/gy3ylunxaaag1qq-2025-08-22-00-06-02.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কলকাতার যাতায়াত ব্যবস্থায় বড় পরিবর্তন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে একসঙ্গে উদ্বোধন হচ্ছে তিনটি নতুন মেট্রো রুটের। এর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ তৈরি করেছে হাওড়া ময়দান–সেক্টর ফাইভ করিডর, কারণ এই লাইনের উদ্বোধনের সঙ্গে সঙ্গেই হাওড়া থেকে সরাসরি তথ্যপ্রযুক্তি হাবে পৌঁছনো সম্ভব হবে। ফলে বিপুল সুবিধা পাবেন অফিসগামী যাত্রীরা।
এখন পর্যন্ত হাওড়া ময়দান থেকে মেট্রো যেত কেবল এসপ্ল্যানেড পর্যন্ত এবং শিয়ালদহ থেকে যেত সেক্টর ফাইভ পর্যন্ত। এবার সংযুক্ত হচ্ছে এই দুই রুট, অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত টানা যাত্রা সম্ভব হবে।
নতুন রুটে মেট্রোর সময়সূচি এবার দেখে নিন এক নজরে -
হাওড়া ময়দান–সেক্টর ফাইভ: সকাল ৬টা ৩০ থেকে রাত ১০টা ১৯ মিনিট পর্যন্ত।
বেলেঘাটা–রুবি (হেমন্ত মুখোপাধ্যায়): সকাল ৮টা থেকে রাত ৮টা ২৮ মিনিট পর্যন্ত।
নোয়াপাড়া–জয়হিন্দ বিমানবন্দর: সকাল ৭টা ৫৮ মিনিট থেকে রাত ৮টা ১০ মিনিট পর্যন্ত।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/22/gy3ypumwmaesak-2025-08-22-00-04-44.jpg)
মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রের খবর, শুক্রবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে হাওড়া ময়দান–সেক্টর ফাইভ লাইন। তবে বেলেঘাটা–রুবি এবং নোয়াপাড়া–জয়হিন্দ বিমানবন্দর রুট সোমবার (২৫ আগস্ট) থেকে চালু হবে। শনিবার ও রবিবার এই দুটি রুটে পরিষেবা বন্ধ থাকবে।
অফিসযাত্রীদের যাতায়াত আরও সহজ করতে মেট্রোর এই নতুন সংযোগকে ‘গেম চেঞ্জার’ বলেই মনে করছেন অনেকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us