একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা! তাড়াতাড়ি করুন ক্লিক

এই শিক্ষাবর্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পাঠ্যবইতে আরো নতুন দু'টি বিষয় যোগ করা হচ্ছে। বিজ্ঞপ্তি জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ।

New Update
exam1

নিজস্ব সংবাদদাতা: এই শিক্ষাবর্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পাঠ্যবইতে (School Book) আরো নতুন দু'টি বিষয় (New Subject) যোগ করা হচ্ছে। বিজ্ঞপ্তি জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (West Bengal Council of Higher Secondary Education)। এই বছর থেকে ডেটা সায়েন্স (Data Science) এবং আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স (Artificial Intelligent) বিষয় নিয়ে পড়ানো হবে পড়ুয়াদের। পশ্চিমবঙ্গ বোর্ডের (West Bengal Board) অধীনে থাকা যে স্কুলগুলি এই শিক্ষাবর্ষ থেকেই নতুন দুই বিষয় ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স নিয়ে পড়াতে চায়, তাদের ২ মে থেকে ৩০ জুনের মধ্যে আবেদন জানাতে হবে। পরিকাঠামোগত কারণে সব স্কুলে এখনই দুটো বিষয় পড়ানো সম্ভব নয়। যেসব স্কুলে কম্পিউটার সায়েন্স (Computer Science) পড়ানো হয় এবং সেই সংক্রান্ত ল্যাব রয়েছে, শুধুমাত্র সেই স্কুলগুলোই ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স পড়াতে পারবে।