New Update
/anm-bengali/media/media_files/x1FlBn4GiPtkr571Uc9z.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রবিবার রাত থেকে পেরিয়ে আজ মঙ্গলবারের সকাল। মাঝে পেরিয়ছে ৩৬ ঘন্টা। কিন্তু এখনও গার্ডেনরিচের বহুতল ভেঙে পড়ার ঘটনা শিহরণ জাগাচ্ছে এলাকাবাসীর মনে। ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে জোরকদমে। কিন্তু কোনও জোর প্রয়োগ করতে পারছেন না কেউই। কেননা, নির্মীয়মাণ বহুতলের চারিপাশের অবস্থা ভয়ঙ্কর। যেকোনও মুহুর্তে বিপদ ঘটে যেতে পারে আবারও।
/anm-bengali/media/media_files/mgbpCmtSmclRVdc4ncx1.png)
ঘটনাস্থল ঘুরে এসে এমনই প্রতিক্রিয়া দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। এদিন গার্ডেনরিচে যান নওশাদ। প্রথমে পুলিশি বাধার মুখে পড়লেও পড়ে ঘটনাস্থলে যেতে পারেন তিনি। কিন্তু সেখান থেকে ফিরে এসে এক কথায় বলেন ‘অবস্থা ভয়ঙ্কর’। একই সাথে ওখানকার বহু মানুষ রোজা করছেন, সেই দিকটাও প্রশাসনকে দেখার অনুরোধ জানান নওশাদ সিদ্দিকি।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us