/anm-bengali/media/media_files/TFhMmajz0F7y8j4ntGmT.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান। রবিবার সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজভবনে সাক্ষাৎ করেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। বৈঠক সেরে বেরিয়ে তিনি বলেন, 'গত ২ বছর জাতীয় কমিশনের হয়ে পশ্চিমবঙ্গে কাজ করার অভিজ্ঞতা রাজ্যপালকে জানিয়েছি।' অরুণ হালদার বলেন, 'বাধ্য হয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছি।' অরুণ হালদার বলেন, "জাতীয় কমিশনকে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে। উনি নিজেও একদিন প্রশাসনে ছিলেন। তাই আমার কাজটা অনেক সহজ হল। উনি বুঝেছেন। এই বিষয় নিয়ে রাজ্যপাল মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, ডিজিপি সকলের সঙ্গে কথা বলবেন। রাজ্যপাল বলেছেন, প্রয়োজনে সমস্ত আধিকারিকদের রাজভবনে ডেকে এসসি এসটি কমিশন কী, কীভাবে মানুষের সঙ্গে কাজ করা যায়, সরকারকে সঙ্গে নিয়ে কাজ করা যায় তা বোঝাবেন। আমরাও আসব।"
তিনি আরও বলেন, 'গত ২ বছরে বারবার নবান্নকে চিঠি লিখেছিলাম আমরা। আমি চাই প্রশাসন ও কমিশন কাঁধে কাঁধ মিলিয়ে বাংলায় ২২ শতাংশ তফশিলি মানুষের জন্য কাজ করুক। ময়না ও কালিয়াগঞ্জে কীভাবে প্রশাসন যুক্ত জানালাম। উনি শুনে বিস্মিত হলেন। রিপোর্টও দিলাম। রাজ্যপালের সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে। কমিশন এখানে কোনও রাজনীতি করতে আসেনি। আমি প্রশাসনের ভূমিকায় অত্যন্ত হতাশ। তা না হলে আজ রাজ্যপালের কাছে আসতে হতো না।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us