নবান্নকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের!

এগরা বিস্ফোরণকাণ্ডে এবার পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন।

New Update
বম্নবগফভ

নিজস্ব সংবাদদাতাঃ এগরা বিস্ফোরণকাণ্ডে এবার পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। পূর্ব মেদিনীপুরের এগরায় অবৈধ বাজি তৈরির কারখানায় বিস্ফোরণের ফলে ৯ জন শ্রমিকের মৃ্ত্যু ও একাধিক ব্যক্তি জখম হওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে শুক্রবার এই নোটিস পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

উল্লেখ্য, বৃহস্পতিবার এগরা কাণ্ডে মূল অভিযুক্ত ভানুর ছেলে এবং ভাইপোকে আটক করেছিল পুলিশ। সূত্রে খবর, ছেলের নাম পৃথ্বীজিৎ বাগ ও ভাইপোর নাম ইন্দ্রজিৎ বাগ। সিআইডি সূত্রে জানা যায়, বিস্ফোরণের দিন একটি মোটরসাইকেলে করে আহত অবস্থায় ভানু ও তার ছেলে এবং ভাইপো ওড়িশায় পালিয়ে যায়। এরপর ওড়িশার কটকের রুদ্র হাসপাতালে ভর্তি করা হয় ভানুকে। হাসপাতাল সূত্রে খবর, তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর আহত থাকায় ভানুকে হাসপাতালে রাখা হয়েছিল। পরে বৃহস্পতিবার রাতে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ভানুর।