কলকাতায় ‘নমো যুব দৌড়’: কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বার্তা — “নেশামুক্ত ভারত গড়াই মূল লক্ষ্য”

 কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-09-21 9.34.23 AM

নিজস্ব সংবাদদাতা: ‘নমো যুব দৌড়’ কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন তিনি জানান, এই ম্যারাথনের মূল উদ্দেশ্য হলো নেশামুক্ত ভারত গড়ে তোলা এবং যুবসমাজকে সঠিক পথে এগিয়ে দেওয়া।

সুকান্ত মজুমদার বলেন, “আমাদের দেশে বিশ্বের অন্যতম বৃহৎ যুব জনসংখ্যা রয়েছে। যদি এই বিশাল শক্তি নেশার কবলে পড়ে যায়, তবে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে এই ধরনের কর্মসূচি আয়োজন করা হচ্ছে, যাতে যুবক-যুবতীরা সমাজকে আসক্তিমুক্ত করার শপথ নেয়।”

এদিনের এই দৌড়ে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ অংশ নেন। সকাল থেকে শহরের রাস্তায় উৎসবের আবহ তৈরি হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, বিভিন্ন ক্রীড়াবিদ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও।

মন্ত্রী আরও বলেন, “নেশা সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। যুবকদের কাছে আমার আবেদন, আপনারা নিজে নেশামুক্ত থাকুন এবং সমাজ থেকে নেশার প্রভাব দূর করতে এগিয়ে আসুন। আজকের দৌড় প্রমাণ করল, যুব সমাজ এগিয়ে আসতে চাইছে।”