/anm-bengali/media/media_files/Snp5dcbYf1gQ2ZBbSeTy.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ সৈকত শিট আর অরিত্র মজুমদার। হঠাত্ করে স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুকাণ্ডে উঠে আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কালেক্টিভের অন্যতম নেতা ও হস্টেলের প্রভাবশালী দুই ছাত্রনেতার নাম। সেই সূত্রেই আবার প্রকাশ্যে এল এক অদ্ভুত তথ্য। জানা গেছে যে এরা দুজনই নাকি ঘটনার পর মিটিং বসিয়েছিল মেন হস্টেলে এবং বন্ধ করে দিয়েছিল সেই হস্টেলের দরজা যাতে বাইরে থেকে আর কেউ আসতে না পারে।
পুলিশকে ঢুকতে পর্যন্ত দেয়নি ছাত্ররা। আপাতত এই দুই নেতাই পলাতক বলে শোনা যাচ্ছে। এদিকে এদের দুজনকেই খুঁজছে পুলিশ। অরিত্র মজুমদার ওরফে 'আলু' যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির অন্যতম পরিচিত ও প্রভাবশালী নাম। এক সময়ে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির স্টুডেন্টস ইউনিয়নের সদস্য যিনি তখন রাজ করতেন বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে। তার দাপট থাকত হস্টেলেও। সব খবর 'আলু'র কাছে থাকত। সেই ঘটনার রাতে হস্টেলের গেট বন্ধ করার প্রধান কাণ্ডারি ছিল এই ছাত্রনেতা। বহুদিন আগে পড়াশোনা শেষ হয়েছে এবং গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু হস্টেলে এইভাবে নিয়মিত থাকার অধিকার তার ছিল না বলেই অনেকে দাবি করছেন। বিষয়টি পুরোটাই এখন তদন্তের আওতায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us