/anm-bengali/media/media_files/pVBD8QhIuArvXkaB8xFY.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পুজোর আবহে সূর্যের খেলা আর হালকা বৃষ্টির মধ্যে দোলাচল কাটাচ্ছে গোটা বাংলা। সকাল থেকে প্রখর রোদ, বিকেলের দিকে হঠাৎ মেঘলা আকাশ—সব মিলিয়ে অস্বস্তির আবহাওয়া। সপ্তমীতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আবহাওয়া দফতর জানিয়েছে, প্রকৃত বৃষ্টির শুরু হবে নবমী থেকেই।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে মঙ্গলবার। এর প্রভাব পড়বে গোটা বাংলায়। ফলে বুধবার অর্থাৎ নবমী থেকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা-সহ ১১ জেলায় শুরু হবে বৃষ্টি। দশমীতে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে।
অন্যদিকে উত্তরবঙ্গেও কম নয় বিপদের আশঙ্কা। দার্জিলিং-সহ পার্বত্য পাঁচ জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে। মালদহ, দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1KSiAqXnhKdbb2xEnL0d.jpg)
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকবে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। তবে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯৩ শতাংশ হওয়ায় অস্বস্তি থেকেই যাবে।
হাওয়া অফিস ইতিমধ্যেই ৩ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে। তাদের মতে, শুক্রবার পর্যন্ত চলবে ঝড়-বৃষ্টি। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, রবিবার নাগাদ পরিস্থিতি প্রায় স্বাভাবিক হতে পারে।
অর্থাৎ, নবমী-দশমীর প্যান্ডেল হপিংয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে প্রবল বৃষ্টি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us