/anm-bengali/media/media_files/ZtR13GMkfoTjVLCgHTGV.jpg)
নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে নবজোয়ার যাত্রা শুরু করেছে তৃণমূল। নেতৃত্বে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে যাত্রা শুরু হয়ে কাকদ্বীপে এই যাত্রা শেষ হবে। সময় নির্ধারণ করা হয়েছে ২ মাস। জেলায় জেলায় নবজোয়ারের মাঝে যেমন ধরা পড়েছে গোষ্ঠী কোন্দলের ছবি, ঘটেছে বিশৃঙ্খলার ঘটনা, অন্যদিকে তেমন ধরা পড়েছে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে অভিষেকের পা রাখা থেকে স্থানীয়দের অভাব-অভিযোগ শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া, রাস্তার ধারে চায়ের দোকানে বসে জনসংযোগ করার ছবি। সব মিলিয়ে নবজোয়ারকে অস্ত্র করেই পঞ্চায়েত দখলের লড়াইয়ের গুটি সাজাচ্ছে রাজ্যের সাশক দল। এবার নয়া সংযোগ নবজোয়ারের গান। তৃণমূলের তরফে ট্যুইট করা হয়েছে গানের ভিডিও। পোস্টটি রিট্যুইট করেছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। অডিও ভিজ্যুয়াল নবজোয়ারের ভিডিওতে ধরা পড়েছে গ্রাম বাংলার চিত্র। মানুষের মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যাের উপস্থিতির ছবিও ধরা পড়েছে। রাজ্যে নবজোয়ারের কয়েক ঝলকেই সেজে উঠেছে গোটা মিউজিক ভিডিওতে।
We are excited to share the #TrinamooleNaboJowar song with all of you!
— Indranil Sen (@Indrani39664132) May 23, 2023
This song encapsulates the vision & spirit of our new campaign and National GS @abhishekaitc's Jono Sanjog Yatra, dedicated to ushering in an era of grassroots reform in Bengal! https://t.co/P5Wpc8DUko