জুনিয়র ডাক্তারদের তালিকা চাইল নবান্ন! কঠোর পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা?

আন্দোলনরত চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দিতে বলেছিল সুপ্রিম কোর্ট।

author-image
Anusmita Bhattacharya
New Update
Untitled design (24)

নিজস্ব সংবাদদাতা: এবার বিক্ষোভকারী জুনিয়র ডাক্তারদের তালিকা চাইলো নবান্ন। সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করে এবার রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষদের কাছ থেকে জুনিয়র ডাক্তারদের নামের তালিকা চাইল নবান্ন। 

Untitled design (24)

এর আগের শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ ছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের তরফে। পাশাপাশি সুপ্রিম কোর্ট এটাও বলে দেয় যে আন্দোলনরত ডাক্তারদের সুযোগসুবিধার ব্যাপারে জেনে তবেই পদক্ষেপ করতে পারে রাজ্য। সোমবার আর জি কর মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়। তারপরেও জুনিয়র ডাক্তাররা নিজের অবস্থানে থেকেছে অনড়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে কারোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না কাজে যোগ দেওয়ার পর কিন্তু এই নির্দেশের পরেও কেউ যদি কর্মবিরতি প্রত্যাহার না করে তাহলে রাজ্য সরকার যে পদক্ষেপ নেবে তাতে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। এই নির্দেশ আসার পরেই এবার এই পদক্ষেপ নিল নবান্ন। 

mamata nabannas.jpg

জানা গেছে যে আজ দুপুরের মধ্যেই এই তালিকা পাঠাতে হবে নবান্নতে। এবার প্রশ্ন উঠে গেল যে তাহলে কি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? 

mamata36