সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে নবান্নে জরুরি বৈঠক, মুখ্যমন্ত্রীর নির্দেশে সরব প্রশাসন

মনোজ পন্থের সভাপতিত্বে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার ঘাটতি নিয়ে উদ্বেগ চরমে। এসএসকেএম ও উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে পরপর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্যজুড়ে ক্ষোভ। এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্নে জরুরি বৈঠক ডাকা হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে মুখ্যসচিব মনোজ পন্থের সভাপতিত্বে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ও সুপারদের। পাশাপাশি রাজ্যের সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদেরও এই বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ জারি হয়েছে। এমনকি কলকাতা পুলিশের কমিশনারকেও নবান্নে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বৈঠকে মূলত আলোচ্য বিষয় থাকবে —

১ সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা কীভাবে আরও শক্তিশালী করা যায়।
২ হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ ও পর্যবেক্ষণ ব্যবস্থার সংস্কার।
৩ বেসরকারি হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়েও পর্যালোচনা।

nabammmmma.webp

উল্লেখ্য, সম্প্রতি এসএসকেএম হাসপাতালে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় রাজ্যজুড়ে। অভিযুক্ত এনআরএস-এর এক অস্থায়ী কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে এক মহিলা চিকিৎসকের উপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ ঘিরেও ক্ষোভ ছড়িয়েছে চিকিৎসক মহলে।

এই পরপর ঘটনার পরই প্রশাসনের শীর্ষস্তরে নড়েচড়ে বসেছে নবান্ন। সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থার পুনর্বিন্যাসের দিকেই নজর দিচ্ছে রাজ্য সরকার।