পশ্চিমবঙ্গে বন্যা! ALERT করলো নবান্ন

একেই বৃষ্টি হচ্ছে না তার উপর আবার বন্যা আসছে নাকি? না, তবে আগে থেকেই রাত জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে তা মোকাবিলা করার জন্য বৈঠক হলো নবান্নে।

New Update
flood1

নিজস্ব সংবাদদাতা: বর্ষার (Rain) আগে রাজ্যের বন্যা বিপর্যয় মোকাবিলা (Flood Disaster) নিয়ে বৈঠক করলেন মুখ্য সচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী (Hari Krishna Dwivedi)। বন্যা ঠেকাতে জল ছাড়ার বিষয়ে ডিভিসি (DVC) এবং সেন্ট্রাল ওয়াটার কমিশনকে (Central Water Commission) রাজ্যের সঙ্গে সমন্বয় বজায় রাখার বিষয় নিয়ে বিশেষ জোর দিলো নবান্ন (Nabanna)। বিগত বছরগুলিতে ডিভিসির অপরিকল্পিতভাবে জল ছাড়াকেউ রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণ হিসেবে তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাই এবার আগে থেকেই সাবধান হচ্ছে নবান্ন।

ad.jpg